ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট উত্তোলণ
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ডিগ্রী, মাস্টার্স বা প্রফেশনাল কোর্স শেষ করেছেন? এখন মূল ট্রান্সক্রিপ্ট উত্তোলণ করতে চাচ্ছেন? এখানে প্রয়োজনীয় নিয়মাবলী ও আবেদন প্রক্রিয়া দেওয়া হলো।
ট্রান্সক্রিপ্ট উত্তোলণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- রেজিষ্ট্রেশন কার্ড
- সকল বর্ষের এডমিট কার্ড
- সাময়িক সনদ (Provissional Certificate)
- নম্বরপত্র (Marksheet)
- ডিগ্রী/অনার্স/মাস্টার্স অনুযায়ী পূর্ববর্তী পর্যায়ের সার্টিফিকেট
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (ডাউনলোড লিংক)
আবেদন ফি
আবেদন ফি: ৳ ৭০৬/-
পেমেন্ট মাধ্যম: সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং
পেমেন্ট মাধ্যম: সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং
ট্রান্সক্রিপ্ট উত্তোলণ সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর
- কত দিন সময় লাগে? সাধারণত ২০-২৫ দিন সময় লাগে, তবে এটি কিছুটা কম বা বেশী হতে পারে।
- সাময়িক সনদ বা এডমিট কার্ড না থাকলে কী করা যাবে? প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করতে হবে।
- ট্রান্সক্রিপ্টের ফি কি অনলাইনে দেয়া যাবে? হ্যাঁ, ফি অনলাইনে প্রদান করা যাবে।
- আবেদন প্রক্রিয়া জটিল মনে হলে কী করবো? আপনার হয়ে আমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারি।
যোগাযোগ:
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট উত্তোলণ ও সঠিক পরামর্শ পেতে যোগাযোগ করুন।
Click to Call/Message on WhatsApp Click to Call Me on Phone Click to Send us an Email Click to Connect me on FacebookInstant Reply পাওয়ার জন্য Whatsapp এ মেসেজ করুন। Whatsapp এ না পেলে সরাসরি ফোন কল করতে পারেন।