ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, নম্বরপত্র, রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের দ্বি-নকল উত্তোলণ
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আপনার কি সার্টিফিকেট, নম্বরপত্র, রেজিস্ট্রেশন বা এডমিট কার্ড হারিয়ে গিয়েছে? এখন দ্বি-নকল উত্তোলণ প্রয়োজন? এখানে প্রয়োজনীয় নিয়মাবলী দেওয়া হলো।
সাধারণ নিয়মাবলি
- রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড না থাকলে আগে সেগুলোর দ্বি-নকল উত্তোলণ করতে হবে।
- যে সকল ডকুমেন্টের দ্বি-নকল প্রয়োজন তাদের নাম, রেজিস্ট্রেশন নং, রোল নং, সেশন উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞপ্তি ও থানায় জিডি করতে হবে।
- ডকুমেন্টের দ্বি-নকল নেয়ার সময় পত্রিকার মূল কপি জমা দিতে হবে।
দ্বি-নকল রেজিস্ট্রেশন কার্ড উত্তোলণ
- ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- থানার জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- কলেজ প্যাডে অধ্যক্ষের প্রত্যয়ন পত্র
- ২০-২৫ দিন সময় লাগে
দ্বি-নকল এডমিট কার্ড উত্তোলণ
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- রেজিস্ট্রেশন কার্ড
- থানার জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- ২০-২৫ দিন সময় লাগে
দ্বি-নকল নম্বরপত্র (Marksheet) উত্তোলণ
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড
- থানার জিডি
- পত্রিকায় বিজ্ঞপ্তির কপি
- ২০-২৫ দিন সময় লাগে
আবেদন ফি
আবেদন ফি: ৳ ৫০৬/-
পেমেন্ট মাধ্যম: সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং
পেমেন্ট মাধ্যম: সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং
যোগাযোগ:
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট সহ যেকোনো ডকুমেন্ট উত্তোলণের ব্যাপারে সঠিক পরামর্শ পেতে যোগাযোগ করুন।
Click to Call/Message on WhatsApp Click to Call Me on Phone Click to Send us an Email Click to Connect me on FacebookInstant Reply পাওয়ার জন্য Whatsapp এ মেসেজ করুন, Whatsapp এ না পেলে সরাসরি ফোন কল করতে বা ইমেইল করতে পারেন।