Name Correction - নাম সংশোধন

ঘরে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাটিফিকেট, নম্বরপত্র, রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ডের নাম সংশোধন

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আপনার কি সাটিফিকেট, নম্বরপত্র, রেজিষ্টেশন বা এডমিট কাডে নাম সংশোধন করা প্রয়োজন? জানেন না কীভাবে সংশোধন করতে হয়? এখানে নাম সংশোধনের বিস্তারিত নিয়মাবলী দেওয়া হলো।

সাধারণ নিয়মাবলি

  • এসএসসি ও এইচএসসি সাটিফিকেটে ভুল থাকলে আগে তা সংশোধন করতে হবে।
  • মাস্টাসের সাটিফিকেট সংশোধন করতে হলে আগে ডিগ্রী/অনার্সের সাটিফিকেট সংশোধন করতে হবে।
  • সাটিফিকেট সংশোধনের আগে রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ড সংশোধন করতে হবে।

রেজিষ্টেশন কার্ডে আক্ষরিক ভূল সংশোধন

  • ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
  • মূল রেজিষ্ট্রেশন কার্ড – SSC ও HSC সনদপত্রের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র
  • সংশোধন হতে 15 কর্মদিবস সময় লাগে

নাম সংশোধনের জন্য প্রয়োজনীয় ফি

আবেদন ফি: ৳ ৫০৬/-
পেমেন্ট মাধ্যম: সোনালী ব্যাংক, ডেবিট/ক্রেডিট কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং

নাম সংশোধন সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর

রেজিষ্ট্রেশন কাড সংশোধন করতে কত দিন সময় লাগে?
আক্ষরিক সংশোধনের ক্ষেত্রে ২০-২৫ দিন এবং নাম সংযোজন বিয়োজন ও আমূল পরিবর্তনের ক্ষেত্রে 2-3 মাস সময় লাগে।

সংশোধনের আবেদন ফি কি অনলাইনে দেয়া যাবে?
হ্যা, বিকাশ, নগদ, রকেট, অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দেয়া যাবে।

যোগাযোগ:

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট সহ যেকোনো ডকুমেন্ট উত্তোলণের ব্যাপারে সঠিক পরামর্শ পেতে যোগাযোগ করুন।

Click to Call/Message on WhatsApp Click to Call Me on Phone Click to Send us an Email Click to Connect me on Facebook

Instant Reply পাওয়ার জন্য Whatsapp এ মেসেজ করুন, Whatsapp এ না পেলে সরাসরি ফোন কল করতে বা ইমেইল করতে পারেন।